স্যালাইনের কৃত্রিম সংকট রুখতে সমন্বিত অভিযান, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধেও ব্যবস্থা

মেডিভয়েস রিপোর্ট: স্যালাইনের দাম বেশি ও কৃত্রিম সংকট তৈরি করা এবং অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে সমন্বয় টিম তৈরি করেছে জেলা সিভিল সার্জন অফিসগুলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা অভিযানে অংশ গ্রহণ করছেন।
জানতে চাইলে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান মেডিভয়েসকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে ইউএইচএফপিওদের সঙ্গে বৈঠক করেছি। তাদেরকে অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছি। রাজধানী ছাড়া পুরো জেলার অভিযান আমি সার্বিক তত্ত্বাবধান করছি। তবে রাজধানীতে যদি জেলা প্রশাসক কোনো অভিযান পরিচালনা করেন, তাহলে আমরা জনবল দিয়ে সহযোগিতা করি।
তিনি বলেন, যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুদ করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সাভার, ধামরাই, কেরাণীগঞ্জসহ সবগুলো উপজেলায় ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাদের সমন্বয়ে ইউএইচএফপিওরা কাজ করছেন।
এ বিষয়ে লক্ষীপুর জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর মেডিভয়েসকে বলেন, গতকাল ১৭ সেপ্টেম্বর অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে আমরা অভিযান শুরু করবো। ইউএইচএফপিওগণ উপজেলায় কাজ করবেন। আমি সদরে অভিযানে নেতৃত্ব দিবো। ম্যাজিস্ট্রেটরাও আমাদের সাথে থাকবেন।
এর আগে গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) চলমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সারা দেশের হাসপাতাগুলোতে আবারও অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গুর এই ক্রান্তিকালে এই অভিযান আরও জোরদার করবো।
তিনি বলেন, সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছি, প্রত্যেকটি হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এ রকম কোনও রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘ডিজি ড্রাগ এডমিনিস্ট্রেশনসহ যারা দেশে স্যালাইন ম্যানুফ্যাকচারিংয়ে যুক্ত আছেন, বিভিন্ন ফারমাসিউটিক্যাল কোম্পানির সাথে আমরা দফায় দফায় বসে হিসাব করে দেখেছি, সবার কাছে যথেষ্ট পরিমাণ স্যলাইন আছে, সংকট হওয়ার কথা না। তারপরেও অরিক্তি মজুদের ব্যবস্থা করা হচ্ছে।’
ডা. আহমেদুল কবীর আরও বলেন, ‘সিভিল সার্জনদের বলা হয়েছে একটি সমন্বয় টিম করার জন্য। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান চালানোর জন্য বলা হয়েছে। যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুদ করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেবো। এ ছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’
এএইচ/এমইউ/
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২১ জানুয়ারী, ২০২৫
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার
বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার
বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’
বিশ্ব ক্যান্সার দিবস পালনে নানা কর্মসূচি
দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা
