১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০৯ পিএম

আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান।

সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি; আত্মহনন থেকে দূরে থাকি।’

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আত্মহত্যা প্রতিরোধ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক