রামেবির বিডিএস প্রথম ও দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফল প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ সালের বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রথম প্রফ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ১৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১১৬জন। পাসের হার ৬৩ দশমিক ৪ শতাংশ। আর দ্বিতীয় প্রফ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৬ জন। পাসের হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ।