১১ অগাস্ট, ২০২৩ ১২:২০ পিএম

বেসরকারি মেডিকেলে মেধাবী-অস্বচ্ছল কোটায় ভর্তি শুরু ১২ আগস্ট

বেসরকারি মেডিকেলে মেধাবী-অস্বচ্ছল কোটায় ভর্তি শুরু ১২ আগস্ট
আগামী ২২ আগস্টের মধ্যে ভর্তি ও অ-ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মেধাবী ও অস্বচ্ছল কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ আগামী ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। আগামী ২২ আগস্টের মধ্যে ভর্তি ও অ-ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকার সফট কপি ই-মেইল ([email protected]) ও হার্ড কপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করবেন।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৬ হাজার ১৬৮ জন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত