০৭ অগাস্ট, ২০২৩ ১১:১৯ এএম

বিডিএস ভর্তি: তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

বিডিএস ভর্তি: তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ
অপেক্ষমাণ তালিকা হতে ২৫ জনকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে শূন্য আসনে তৃতীয় দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা হতে ২৫ জনকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে তৃতীয় দফায় সয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমান তালিকা হতে মোট ২৫ জন শিক্ষার্থীকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো।’

এতে আরও বরা হয়েছে, ‘মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামীকাল ৮ আগস্ট ১৬ আগস্টের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি/মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লেখিত সময়ে মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।’

অপেক্ষমাণ তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে আগামী ৮ আগস্ট হতে ১৬ আগস্টের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

এতে আরও বলা হয়েছে, ‘অপেক্ষমান তালিকা ও অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধুমাত্র টেলিটকের 01550-155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ মে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরদিন ৬ মে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫জন পরীক্ষার্থীদেরকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাইগ্রেশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত