
অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন (মোশাররফ শরিফ)
প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক), বিএসএমএমইউ
০৩ জুলাই, ২০২৩ ০৬:০৮ পিএম
বেঁচে থাকো

অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন
বেঁচে থাকো, বেঁচে থাকো জীবনে মরণে।
বেঁচে থাকা ভালো, সুদূর সমুদ্রতটে
বালুর বালিশে শুয়ে দেখা যায় ঢেউ,
ঢেউয়ের পরে ঢেউ, কাছে নেই কেউ।
ঢেউয়ের ফনায় সূর্যের আলো ভাসে
মনের মাদুরে দেহের উজান ভাটা
জল পড়ে পাতা নড়ে নিশিথে নিভৃতে
ঢেউ এসে বালিতে লুকায় মমতায়।
জীবন নদীর জলে সন্ধ্যাতারা জ্বলে
জোসনার আলোর খেয়ায় পারাপার।
জন্মদাগ বয়ে বয়ে গন্তব্যে গমন
উদ্ধত বেহাল যাত্রি, অবশেষে রাত্রি।
খেয়ালের খেলা, উন্মূল স্বপ্নের মেলা
উরু ভুরু অভিজ্ঞতা হানা দিয়ে যায়,
বাসনা বিন্যাস যতো বেদনার ঘোর
বেপথু হারায় পথ, বন্ধ্যা উৎসব।
বেঁচে থাকো, বেঁচে থাকো স্বপ্নের সোপানে।
ভোর হলো, দেখো মাটি ছুঁয়ে নীলাকাশ,
নবান্নের সাজে মনোহর শস্যরাজি,
মৃত্যুহীন পৃথিবীর নির্মল নিঃশ্বাস।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত