বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তির পুন বিজ্ঞপ্তি প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিদেশী শিক্ষার্থী ভর্তির জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমবিবিএস-বিডিএস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি পুনরায় ঘোষণা করেছে বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।’
বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মোট বরাদ্দকৃত আসনের ৪৫ শতাংশ বিদেশী শিক্ষার্থী সুযোগ পাবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শুরু ও শেষ তারিখ
১৫ জুন বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত। এর পরে কোনো আবেদন বিবেচনা করা হবে না।
