এন্ডোডন্টিক সোসাইটির প্রতি ডেন্টাল অধ্যক্ষের সমবেদনা

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক ডা. শামসুল আলমের মৃত্যুতে শোকাহত এন্ডোডন্টিক সোসাইটির সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। সম্প্রতি এক চিঠিতে এ সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন তিনি।
চিঠিতে ডা. হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে, বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শামসুল আলমের মৃত্যুতে আপনাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানাতে লিখছি। এই কঠিন সময়ে আমার আন্তরিক সহানুভূতি গ্রহণ করুন।’
তিনি বলেন, ‘ডা. শামসুল আলম ছিলেন শিক্ষকদের শ্রদ্ধেয় শিক্ষকের পাশাপাশি একজন নেতা। যিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং আধুনিক এন্ডোডন্টিক্স প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন। দেশের পাশাপাশি বিশ্বব্যাপী এন্ডোডন্টিক্সের ক্ষেত্রে তাঁর অবদান সকলে স্মরণ রাখবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের উদ্দেশ্যে বাস্তবায়নে ডা. শাসুল আলমের উৎসর্গ ও প্রতিশ্রুতি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। তাঁর উত্তরাধিকার হিসেবে আপনারা যে কাজটি করবেন, তাতে তিনি বেঁচে থাকবেন।’
এন্ডোডন্টিক সোসাইটির সভাপতির মৃত্যু সংগঠন ও সদস্যদের উপর গভীর প্রভাব ফেলছে জানিয়ে ডা. বুলবুল বলেন, ‘অনুগ্রহ করে জেনে রাখুন যে, এ দুঃখের সময় আপনারা একা নয়, আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি বিশ্বাস করি, আপনাদের সভাপতির যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো প্রিয় ছিল, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে তাঁর স্মৃতিকে সম্মান জানাবেন। আপনারা আবারও আমার গভীর সহানুভূতি গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনাদের সবাইকে আমার হৃদয়ে রাখব।
এএইচ
-
১৬ মে, ২০২৩
