০৫ মে, ২০২৩ ০৩:৪৯ পিএম

‘এ বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা হয়েছে’

‘এ বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা হয়েছে’
কথা বলছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। ছবি: আহমেদ শাফিন

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ৫৪৫টি আসনের বিপরীতে এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে ডেন্টালে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

বিডিএস ভর্তি পরীক্ষার প্রধান কেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজ। এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ছয় হাজার ১৬৫ জন শিক্ষার্থী। জানতে চাইলে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘সফলভাবে বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা মেনে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিয়ে শিক্ষার্থী-অভিভাবক সবাই সন্তুষ্ট। আমি মনে করি, সার্বিকভাবে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বছর প্রশ্ন সহজ কিংবা কঠিন হোক ডেন্টালে তীব্র প্রতিযোগিতা হয়েছে। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ প্রতি সিটের জন্য ৬৮ জন শিক্ষার্থী লড়ছে।’

জানা গেছে, সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট ৫৪৫টি আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টিতে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন। পার্বত্য তিন জেলার উপ-জাতিদের জন্য রয়েছে ৩টি এবং অন্যান্য জেলার উপ-জাতিদের জন্য রয়েছে ২টি আসন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিডিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক