ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মনিটরিংয়ে শিগগিরই কমিটি

মেডিভয়েস রিপোর্ট: নিজ কর্মস্থলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য দ্রুততম সময়ে ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মনিটরিং কমিটি’ গঠন করা হবে।
আজ সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মনিটরিং কমিটি ছাড়াও ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের বিষয়ে আরও কিছু নির্দেশনার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। সেগুলো হলো-
১. সেবা প্রদানকারীগণ মাসিক ভিত্তিতে ফি প্রাপ্য হবেন,
২. কনসালটেশন সার্ভিসে বিশেষ টিকেটসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যয় করতে হবে,
৩. রোগী দেখার ব্যবস্থা, অপেক্ষমাণ রুম, রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য যাবতীয় কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও জনবল ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষ নিশ্চিত করবেন। রোগীদের নিকট থেকে আদায়কৃত সেবার ফি-এর নির্ধারিত অংশ থেকে এ সকল ব্যয় নির্বাহ করতে হবে।
৪. প্রতিষ্ঠান প্রধান প্রতিমাসে তহবিলের আয়-ব্যয়ের হিসাব রাখবেন এবং কর্তৃপক্ষ বরাবর মাসিক প্রতিবেদন ৬ মাস পরপর ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মনিটরিং কমিটির নিকট সার্বিক প্রতিবেদন প্রেরণ করবেন।
৫. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্রুততম সময়ে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মনিটরিং কমিটি গঠন করবে।
৬. বছর শেষে একবার সরকারি অডিট টিম দ্বারা অডিট সম্পন্ন করতে হবে এবং অডিট প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
এএইচ/এমইউ
-
৩১ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
২৯ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩