২১ মার্চ, ২০২৩ ০৫:০৬ পিএম

বিএসএমএমইউর এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন শুরু

বিএসএমএমইউর এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন শুরু
২০ মার্চ থেকে অফিস চলাকালীন সময়ে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নাক কান ও হেড-নেক সার্জারি বিভাগের অধীনে হেড-নেক সার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত আগামী জুলাই থেকে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের’ আবেদন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান ও হেড-নেক সার্জারি বিভাগের অধীনে হেড-নেক সার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই-২০২৩ তারিখ থেকে এক বছর মেয়াদি ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের’ জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। ২০ মার্চ থেকে অফিস চলাকালীন সময়ে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।’

আবেদনকারীর যোগ্যতা:

► অটোল্যারিংগোলজি বিষয়ে MS/FCPS অথবা সমমানের ডিগ্রি। (জেনারেল সার্জারি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন)।

► বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০ জুন-২০২৩ এর মধ্যে)।

► সরকারি/বেসরকারি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শর্তাবলী:

► কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিকভাবে হেড-নেক সার্জারি ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।

► কোর্স ফি-১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

► কোর্স শুরুর সময় হেড-নেক সার্জারি ডিভিশনের একাউন্টে Caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

► আবেদন ফরম সংগ্রহের সময় ফরম ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত