১৮ মার্চ, ২০২৩ ১২:৩২ পিএম

চক্ষু গবেষণায় এমএ মতিন স্বর্ণপদক পেলেন ডা. আসিফ 

চক্ষু গবেষণায় এমএ মতিন স্বর্ণপদক পেলেন ডা. আসিফ 
সম্মাননা নিচ্ছেন ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: 'চক্ষু বিষয়ক গবেষণা ও প্রেজেন্টেশন' এর জন্য অফথালমোলজিতে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘এম এ মতিন স্বর্ণপদক’ অর্জন করেছেন ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অফথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের ৫০তম বছর পূর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের কৃতি সন্তানকে এই স্বর্ণপদক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মুদ্দাসসির আলী, এশিয়া প্যাসিফিক অ্যাকাডেমি অফ অফথালমোলজির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. একেএম. মুক্তাদির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালেহ উদ্দীন, ওএসবি এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. তারেক রেজা আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আরিফ মিয়া, বারডেম জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ সাঈদ, অধ্যাপক ডা. গোলাম হায়দার প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত