২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৮ এএম

এক সপ্তাহের মধ্যে ঢাবির ফাইনালসহ সকল প্রফের ফল

এক সপ্তাহের মধ্যে ঢাবির ফাইনালসহ সকল প্রফের ফল
বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল আগামী ৭-৮ দিনের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

ডা. শাহরিয়ার নবী বলেন, ‘ফলাফল প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন নির্দিষ্ট তারিখের বিষয়ে কথা দিতে পারবো না। ফলাফল তৈরির কাজ চলছে, আশা করি ৭-৮ দিনের মধ্যে একটি একটি করে দেওয়া শুরু করবো।’

প্রসঙ্গত, জুলাই ও নভেম্বর ২০২২ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে চলে ৪ ডিসেম্বর পর্যন্ত । দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলে ২৭ নভেম্বর পর্যন্ত। আর নভেম্বর ২০২২ সেশনের দ্বিতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২৪ নভেম্বর কমিউনিটি মেডিসিন এবং ২৭ নভেম্বর ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় প্রফের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়ে চলে ২২ নভেম্বর পর্যন্ত; চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়ে চলে ২৯ নভেম্বর পর্যন্ত।

১০ ডিসেম্বর প্রথম প্রফের মৌখিক ও প্রায়োগিক, ৩ ডিসেম্বর দ্বিতীয় প্রফ ও সাপ্লির মৌখিক এবং ব্যবহারিক, ২৮ নভেম্বর তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর ফাইনাল প্রফের ওএসপিই পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত