২২ জানুয়ারী, ২০২৩ ০২:৫৬ পিএম

ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষায় চালু হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার

ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষায় চালু হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার
আজ রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে ডিপ্লোমা-এমফিল কোর্সে জুলাই ২০২৩ সেশনের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো চালু হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার (এসবিএ) পদ্ধতি।

আজ রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সকল প্রার্থীর জন্য ভর্তি পরীক্ষার প্রশ্নের নির্দেশাবলী (মোট ১০০টি প্রশ্ন) থাকবে। ৮০টি বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ধর্মী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন সত্য/মিথ্যাসহ পাঁচটি অপশন থাকবে।

এ ছাড়া ২০টি সিঙ্গেল বেস্ট অ্যান্সার (এসবিএ) ধর্মী প্রশ্ন থাকবে। বিকল্পসহ প্রতিটি প্রশ্নের পাঁচটি উত্তর থাকবে, যার সবকটিই সঠিক অথবা প্রাসঙ্গিক, কিন্তু একটি হবে সবচেয়ে সঠিক অথবা সর্বাধিক প্রাসঙ্গিক। 

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে জুলাই ২০২৩ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২৩।’ 

এতে আরও বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবেন। 

পরীক্ষা ফি প্রদানের পদ্ধতি

প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ ০৯৪৭১০২০০১৭৩১ অ্যাকাউন্টে সাত হাজার টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে।

আবেদনের সময়সীমা

ভর্তি ফি আগামীকাল ২৩ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদান করা যাবে। আবেদনপত্র জমা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ পর্যন্ত চলবে।

আবেদন পত্র জমা (অনলাইনের মাধ্যমে)

আবেদন ফি প্রদানের পর ভর্তি প্রার্থীকে নির্দিষ্ট সময় সীমার মধ্যে www.bsmmu.edu.bd-এ আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রবেশপত্র গ্রহণের সময় সীমা 

প্রার্থীরা আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ৫ মার্চ থেকে ১০ মার্চ সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন। এ ছাড়া ৫ মার্চ বিএসএমএমইউর ওয়েবসাইটে আসন বিন্যাস দেখানো হবে। 

পরীক্ষার কেন্দ্র 

বুয়েট ক্যাম্পাস এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন  

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত