০৩ জানুয়ারী, ২০২৩ ০৪:৫২ পিএম

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন
স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. কেয়ার তদারকিতে এ অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: প্রতিষ্ঠার ৪৪ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. কেয়ার তদারকিতে এ অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। এতে আনন্দিত ও উচ্ছ্বাসিত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সাধারণত যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মায়েদের জন্য নরমাল ডেলিভারিতে প্রসবের ব্যবস্থা থাকে, সেখানে সিজারিয়ান সেকশনেরও ব্যবস্থা রাখা হয়। কারণ, চিকিৎসকরা মা ও শিশুর স্বাস্থ্য অবস্থা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে থাকেন। তবে অনেক সময় শেষ পর্যন্ত মায়ের স্বাস্থ্য অবস্থার অবনতি হলে, স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব হয় না; তখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এতো দিন যন্ত্রপাতিসহ অন্যান্য আনুষাঙ্গিক প্রস্তুতির অভাবের কারণে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করা সম্ভব হয়নি কুতুবদিয়া হাসপাতাল, এই প্রথম অস্ত্রোপচার মাধ্যমে হাসপাতালটিতে কোনো শিশুর জন্ম হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য সেবা উন্নতিকরণে বিশেষ ভূমিকা পালন করেছে বিশ্বব্যাংকের অর্থায়নে এইচজিএসপি প্রজেক্ট অধীনস্থ স্বাস্থ্য মন্ত্রণালয়, পিএইচডি এবং ইউনিসেফ।

এসএইচ/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কক্সবাজার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক