২৪ নভেম্বর, ২০২২ ০৯:০১ পিএম

শর্ত পূরণ করতে না পারায় নারায়ণগঞ্জ প্রো-অ্যাকটিভ মেডিকেলের অনুমোদন মেলেনি

শর্ত পূরণ করতে না পারায় নারায়ণগঞ্জ প্রো-অ্যাকটিভ মেডিকেলের অনুমোদন মেলেনি
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: শর্ত পূরণ করতে না পারায় অনুমোদন পায়নি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের প্রস্তাবিত বেসরকারি প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ। সেইসঙ্গে পুনরায় অনুমোদনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে আবেদনপত্রের সাথে ঘাটতি পূরণের কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুসারে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করে যথাযথ প্রমাণসহ পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রস্তাবিত বেসরকারি প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যানে কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নারায়ণগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক