০৭ নভেম্বর, ২০২২ ১০:০০ এএম

মমেকের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুল কাদের

মমেকের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুল কাদের
অধ্যাপক ডা. আবদুল কাদের

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবদুল কাদের। তিনি অধ্যাপক ডা. একেএম আহসান হাবিবের স্থলাভিষিক্ত হলেন।

রোববার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবস অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলিকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।

অধ্যাপক ডা. কাদের আব্দুল এর আগে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেন এই অ্যানেসথেশিওলজিস্ট।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সেবার সনদ গ্রহণ করেন। ডা. কাদের ছিলেন মমেক ২০তম ব্যাচের শিক্ষার্থী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি

টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা

বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি

টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা

বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

বিশ্ব ক্যান্সার দিবস পালনে নানা কর্মসূচি

দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা

  এই বিভাগের সর্বাধিক পঠিত