১৮ জুলাই, ২০২২ ০৬:৩৩ পিএম
এডাডেমিক কাউন্সিলের সভা

বিএসএমএমইউতে বিভিন্ন ডিভিশন খোলা ও ফেলোশিপ চালুর সিদ্ধান্ত

বিএসএমএমইউতে বিভিন্ন ডিভিশন খোলা ও ফেলোশিপ চালুর সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে একাডেমিক কাউন্সিলের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের সেবার পরিধি আরো বৃদ্ধি ও মান আরো উন্নত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিভিন্ন ডিভিশন খোলা ও ফেলোশিপ চালুর সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে একাডেমিক কাউন্সিলের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে রয়েছে অর্থোপেডিক সার্জারি অধীনে অর্থোস্কোপিক ও অর্থোপ্লাস্টি, স্পাইন সার্জারি এবং হ্যান্ড এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি ডিভিশন খোলা, শিশু বিভাগের অধীন পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ডিভিশন খোলা, চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের অধীন ভিট্রিও রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, অকুলোপ্লাস্টি, ক্যাটারেক্ট ও রিফ্রেকটিভ সার্জারিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি ফেলোশিপ চালু ইত্যাদি। 

এ ছাড়াও বিএসসি ইন নার্সিং কোর্স কারিকুলাম এবং এমএসসি ইন নার্সিং কোর্স কারিকুলাম অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরো গতিশীল, জোরদার ও উন্নয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে সদস্যগণ তাদের মতামত দেন এবং তা বিবেচনায় নেওয়া হয়।  

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসির অধ্যাপক ও বিএসএমএমইউর ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। 

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত