২৭ জুন, ২০২২ ১২:২৩ পিএম

কাতার বিশ্বকাপ: ‘স্টেডিয়াম ৯৭৪’ এ প্রধান চিকিৎসকের দায়িত্বে বাংলাদেশের আয়েশা পারভীন

কাতার বিশ্বকাপ: ‘স্টেডিয়াম ৯৭৪’ এ প্রধান চিকিৎসকের দায়িত্বে বাংলাদেশের আয়েশা পারভীন
‘স্টেডিয়াম ৯৭৪’এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে জাহাজের হাজারো কনটেইনার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কাতার বিশ্বকাপ-২০২২ সপ্তম ভেন্যু ‘স্টেডিয়াম ৯৭৪’ এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত থাকবেন বাংলাদেশি নারী চিকিৎসক চট্টগ্রামের মেয়ে ডা. আয়েশা পারভীন।

এর আগে বাংলাদেশি এই চিকিৎসক এই ভেন্যুতে ২০২১ সালের শেষ দিকে অনুষ্ঠিত আরব কাপে ‘ফিল্ড এন্ড ফিজিশিয়ান্স’ হিসেবে দায়িত্ব পালন করেন। তার এমন সাফল্যে খুশি পরিবার, আত্মীয়-স্বজনসহ বাংলাদেশি কমিউনিটি।

কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশি চিকিৎসকরা যে ভূমিকা রাখছে তা অবশ্যই প্রশংসনীয়। বিশেষ করে মহামারী করোনার সময় আমাদের দেশের চিকিৎসকরা কাতারে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। একই সঙ্গে বিশ্বকাপকে কেন্দ্র করে যে ভূমিকা রাখছেন, তা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত ‘স্টেডিয়াম ৯৭৪’এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে জাহাজের হাজারো কনটেইনার। ভেন্যুটির অবস্থানও দোহা পোর্টের খুব কাছে। মজার ব্যপার হচ্ছে, ‘৯৭৪’ হচ্ছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। বিশ্বকাপের পর ‘স্টেডিয়াম ৯৭৪’-কে পুরোপুরি ভেঙে ফেলা যাবে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।

স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো প্রযুক্তির দরকার হবে না। এটির তাপমাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত থাকবে। ‘স্টেডিয়াম ৯৭৪’ এ বিশ্বকাপের শেষ ষোলো পর্ব পর্যন্ত মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক
বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক