০৬ জুন, ২০২২ ০৮:৪৩ পিএম

ডিএমএফ ডিগ্রিধারীদের দিয়ে আল্টাসনোগ্রাম-রিপোর্ট প্রদান নয়: বিএমডিসি

ডিএমএফ ডিগ্রিধারীদের দিয়ে আল্টাসনোগ্রাম-রিপোর্ট প্রদান নয়: বিএমডিসি
চিঠিতে বলা হয়েছে, ডিএমএফ ডিগ্রিধারীগণ বিএমডিসি হইতে নিবন্ধন প্রাপ্ত হইয়া চিকিৎসা সহকারী হিসাবে চিকিৎসা সেবা প্রদান করিবেন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা সহকারী ডিএমএফ ডিগ্রিধারীদের দিয়ে আল্টাসনোগ্রাম করানো ও রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে মতামত প্রদান না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গত ১ জুন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মনজুর-এ-মুর্শেদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিএমডিসি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘ডিএমএফ ডিগ্রিধারীগণ বিএমএন্ডডিসি হইতে নিবন্ধন প্রাপ্ত হইয়া চিকিৎসা সহকারী হিসাবে চিকিৎসা সেবা প্রদান করিবেন। তাহাদের কর্মপরিধি বিএমএন্ডডিসি হইতে প্রাপ্ত তাহাদের নিবন্ধন সনদে উল্লেখ আছে। আন্ট্রাসনোগ্রাম করা কিংবা রিপোর্ট প্রদান করা, এমনকি রোগীকে আন্ট্রাসনোগ্রাম করানোর লিখিত উপদেশ দেওয়া তাহাদের নির্ধারিত কর্মপরিধির বহির্ভূত বলিয়া গণ্য হইবে।’

কুড়িগ্রামের সিভিল সার্জনের চিঠির পরিপ্রেক্ষিতে বিএমডিসির প্রতিউত্তরে বলা হয়, ‘আপনি পত্রে ডিএমএফ ডিগ্রীধারীগণকে চিকিৎসক হিসাবে উল্লেখ করিয়াছেন। বাস্তবে তাহাদিগকে চিকিৎসা সহকারী হিসাবে উল্লেখ করিতে হইবে।’

বিএমডিসির চিঠির পেক্ষাপট

বিএমডিসির তরফ থেকে এমন চিঠি আসার কারণ জানতে চাইলে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মনজুর-এ-মুর্শেদ সোমবার (৬ জুন) রাতে মেডিভয়েসকে বলেন, ‘এখানে যোগ দেওয়ার পর খবর পেলাম ২/১টি উপজেলায় কয়েকজন ডিএমএফ আন্ট্রাসনোগ্রাম করেন। এ অবস্থায় বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে আমি প্রথমে ক্লিনিক মালিক, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দসহ সকল জ্যেষ্ঠ চিকিৎসকদের নিয়ে একটি মিটিং করি। এতে বলেছিলাম, এমবিবিএসের নিচে কেউ আল্ট্রাসনোগ্রাম করতে পারবেন না। এ বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি ইস্যু করি। এর জবাবে ডিএমএফ ডিগ্রীধারীদের একটি সংগঠন আমাকে চিঠি দেয়। এতে তারা দাবি করে যে, বিএমডিসির আইনে নেই যে, তারা আল্ট্রাসনোগ্রাম করতে পারবে না। পরবর্তীতে এ নিয়ে আওয়াজ করলে তারা আমার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দেন। এরপর আমি ভাবলাম, আমাকে তাহলে বিএমডিসির মতামত নিতে হবে। তখন সংস্থাটির রেজিস্ট্রার বরাবর গত ২৬ মে আমি একটি চিঠি দিই। তার পরিপ্রেক্ষিতে বিএমডিসির তরফ থেকে এ নির্দেশনা আসে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত