০১ জুন, ২০২২ ১১:১৫ পিএম
নিয়োগ বিধি সংশোধন

ক্যাডারভুক্ত হলেন এডহকে নিয়োগপ্রাপ্ত ২০০১ চিকিৎসক

ক্যাডারভুক্ত হলেন এডহকে নিয়োগপ্রাপ্ত ২০০১ চিকিৎসক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দুই হাজার একজন চিকিৎসককে ক্যাডারভুক্ত করেছে সরকার। আজ বুধবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিধি-৫ শাখার সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯, ধারা ৫ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪০ এর দফা (২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা: উপরি-উক্ত Rules এর rule 17 এর পর নিম্নরূপ rule 18 সংযোজিত হইবে, যথা: "18. Special Provision for Assistant Surgeon.-Two thousand and one (2001) Assistant Surgeons who are appointed on ad-hoc basis in the Health Services on or before 14-09-2011 and regularized as pe recommendation of the Commission shall be deemed to have been encadred as Assistant Surgeon in the BCS (Health).”  

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ২০১০ ও ২০১১ সালে এডহক ভিত্তিতে চার হাজার ১৩৩ জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেয় সরকার।

পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকের মধ্যে অনেকে নিয়মিত ও স্থানীয়করণ হয়, অনেকে বিসিএস পাস করে চাকরিতে যোগ দান করেন। অনেকে চাকরি হতে অব্যাহতি গ্রহণ করেন এবং অনেকে অননুমোদিতভাবে চাকরিতে অনুপস্থিত হয়ে যান।

এ পরিস্থিতিতে চাকরির ধারাবাহিকতা রক্ষা, পদোন্নতি ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সকল চিকিৎসকের (এডহক থেকে বিসিএসে নিয়োগপ্রাপ্তসহ) ২০১৮ সালে এইচআরআইএসে হালনাগাদের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এডহক ভিত্তিতে নিয়োগ
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’

১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি

  এই বিভাগের সর্বাধিক পঠিত