১২ মে, ২০২২ ১০:০৮ এএম

বুস্টার ডোজের আওতায় এক কোটি ৩৩ লাখ মানুষ

বুস্টার ডোজের আওতায় এক কোটি ৩৩ লাখ মানুষ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৪৭১ জন মানুষ। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৩৩ লাখ ২২ হাজার ২৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৯৬১ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৪৭১ জন মানুষ।

এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৩০ হাজার ৮২৮ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৪০ জন এবং মহিলা ১৬ হাজার ১৮৮ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৫১ হাজার ৭৬৯ জন। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ৩৯৮ এবং মহিলা ২৪ হাজার ৩৭১ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৩৪৪ এবং মহিলা ৫৪ হাজার ৩৮৮ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২১ হাজার ১৮৭ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৭৭২ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ১৮ হাজার ৪২৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক