২১ এপ্রিল, ২০২২ ০৩:১০ পিএম

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা, মা ও মেয়ে দগ্ধ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা, মা ও মেয়ে দগ্ধ
তিনজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মা ও মেয়ে আইসিইউতে। 

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসারের বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদেরকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে মাতুয়াইল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

আগুনে দগ্ধ গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও  মেয়ে ফাতেমা (২) বলে জানা গেছে। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে। 

জানা গেছে, ভোরে সেহরির জন্য খাবার গরম করার জন্য চুলা জ্বালাতে বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়।

বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার দেহের ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ এবং ‍শিশু ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
২৭তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস 

স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনাই হোক বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার

২৭তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস 

স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনাই হোক বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক