২৪ জানুয়ারী, ২০২২ ১১:১৮ পিএম

দায়িত্ব গ্রহণের বছরপূর্তিতে চমেক অধ্যক্ষকে শিক্ষক সমিতির শুভেচ্ছা

দায়িত্ব গ্রহণের বছরপূর্তিতে চমেক অধ্যক্ষকে শিক্ষক সমিতির শুভেচ্ছা
শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্তের নেতৃত্বে তাঁকে শুভেচ্ছা জানান সদস্যরা।

মেডিভয়েস রিপোর্ট: দায়িত্ব গ্রহণের বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষক সমিতি।

রোববার (২৩ জানুয়ারী) সকালে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্তের নেতৃত্বে তাঁকে শুভেচ্ছা জানান অন্যান্য সদস্যরা। 

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. এ. হাসান চৌধুরী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. মতিয়ার রহমান খান, গাইনি এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, এ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এস. এম. নোমান খালেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য ও নিউনেটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জগদিস চন্দ্র দাশ, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ, রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, গ্যাস্ট্রোএন্টোলজি বিভাগের প্রধান এরশাদ উদ্দিন আহমেদসহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। 

শুভেচ্ছা জ্ঞাপনকালে শিক্ষকবৃন্দ সফলভাবে এক বছর অতিবাহিত করায় অধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

২০২০ সালের ১৪ ডিসেম্বর স্বেচ্ছায় অবসরে যান চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। এর পর এক মাসেরও বেশি সময় ধরে শূন্য ছিল গুরুত্বপূর্ণ এ পদটি। 

গত বছরের ২৩ জানুয়ারি চমেকের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একই মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের এ শিক্ষার্থী। ওই বছরের ২৩ মে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) মেডিসিন অনুষদের নতুন ডিন হিসেবেও নিয়োগ পান গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত