০৭ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৪ পিএম

মাইগ্রেশনের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

মাইগ্রেশনের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধন কর্মসূচিতে নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: মাইগ্রেশনের দাবিতে আন্দোলনের ৭৩ দিন পার হয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো আশার বাণী না পাওয়ায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভিতরে  মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করেন তারা।

ওই মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ হোসেন মজুমদার বলেন, ‘আমরা ভর্তির সময় বিএমডিসির আছে জানলেও পরে জানতে পারি এ কলেজের বিএমডিসি নেই এবং এ ব্যাপারে জানতে চাইলে উনারা; আমাদের বলেন, অতিদ্রুত বিএমডিসির অনুমোদনের ব্যবস্থা করবেন। কিন্তু দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও উনারা কোনো ধরনের ব্যবস্থা নেননি। এই অবস্থায় আমাদের এই কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অতিদ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।’

ইমরান খাঁন ইমন বলেন, ‘এ কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।’

সানজিদা আফরিন বলেন, ‘এ কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। যার ফলে আমরা স্বাস্থ্য শিক্ষা থেকে পিছিয়ে পড়ছি। তাই আমাদের অতিদ্রুত মাইগ্রেশনের ব্যবস্থা করে স্বাস্থ্য শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়ার অনুরোধ জানাচ্ছি ‘

নারগিস আমিন বলেন, ‘এ মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো চিকিৎসক। ফার্মেসিরও নেই কোনো ড্রাগ লাইসেন্স। সার্জারি করার মতো কোনো সার্জনও নেই। এই অবস্থায় আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে।’

আবু সাঈদ বলেন, ‘এ মেডিকেল কলেজে শিক্ষার পরিবেশ তো নেই-ই তার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদেরও রয়েছে নিরাপত্তার অভাব। মেয়েদের হোস্টেলে নেই কোনো হোস্টেল সুপার। আর এসব নিয়ে কথা বলায় শিক্ষার্থীদের গুম করে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। এ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক