চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ শুরু বিএমডিসির

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন (পকেট ভার্সন) কার্ড দেওয়া শুরু করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন মেভিয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, `গত ১৬ অক্টোবর এর উদ্বোধন করা হয়। নতুন পদ্ধতির রেজিস্ট্রেশনের এ প্রক্রিয়াটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে মাত্র ৩০০ টাকায় পোর্টেবল এই রেজিস্ট্রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন চিকিৎসকরা। চিকিৎসকদের জন্য ওয়েবসাইটে (payment.bmdc.org.bd) অপশনগুলো উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করে তারা স্মার্ট সংগ্রহ করতে পারবেন। সকল প্রক্রিয়া ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে।'
এই স্মার্টকার্ডের বৈধতার মেয়াদ কত দিন হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আগের মতোই পাঁচ বছর মেয়াদি হবে। হার্ট কপির জন্য যেভাবে রেজিস্ট্রেশন করা হতো, সেটারই একটি পকেট ভার্সন। এটা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মতোই বহনযোগ্য। নিরাপত্তাজনিত সকল দিক নিশ্চিত করা হয়েছে, যাতে কেউ নকল করতে না পারে।’
এর মাধ্যমে রাস্তাঘাটে হয়রানি থেকে পরিত্রাণসহ চিকিৎসকরা বিভিন্ন সুবিধা ভোগ করবেন জানিয়ে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার বলেন, ‘এটি যদি চিকিৎসকদের পকেটে থাকে, তাহলে যে কেউ চ্যালেঞ্জ করলে আমরা সঙ্গে সঙ্গে এর প্রমাণ উপস্থাপন করতে পারবো। এ ক্ষেত্রে কোনো ভুয়া চিকিৎসক তা দেখাতে পারবে না। ফলে তাদের দৌরাত্মও কমে আসবে। দ্বিতীয়ত দেশের বাইরে গেলেও অনেক সময় চিকিৎসকদের এটা প্রয়োজন পড়ে। দেশের বাইরে তো A4 সাইজ রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই কার্ডটি সঙ্গে থাকলে বিদেশে আমাদের পরিচয় দেওয়া সহজতর হবে।’
যুগান্তকারী এ পদক্ষেপের ফলে চিকিৎসকদের অভাবনীয় উপকার হবে বলেও মনে করেন তিনি।
