২৯ অক্টোবর, ২০২১ ০৭:৪৪ পিএম

রংপুরে নার্স নেতাসহ গ্রেপ্তার ৫, ফেনসিডিল জব্দ

রংপুরে নার্স নেতাসহ গ্রেপ্তার ৫, ফেনসিডিল জব্দ
স্বানাপ নেতাসহ পাঁচজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) নেতাসহ পাঁচজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে তরল এক লিটার ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গঙ্গাচড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আটকৃতরা হলেন: রমেক হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, নগরীর ধাপ জেলা রোডের খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম মিঠু, পাকার মাথা এলাকার সাদেক হোসেনের ছেলে মাহফুজার রহমান মুরাদ, আবুল কালামের ছেলে মহিদুল ইসলাম ও মামুনুর রশিদ বিপ্লব।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার মেডিভয়েসকে বলেন, গত সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক