০৮ অক্টোবর, ২০২১ ০৫:৫০ পিএম

ক্যান্সারের ওষুধ ‘সাইরামজা’ বাজারজাত করবে হেলথকেয়ার 

ক্যান্সারের ওষুধ ‘সাইরামজা’ বাজারজাত করবে হেলথকেয়ার 
এলি লিলি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংবাদ সম্মেলন

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এলি লিলির এ ক্যান্সার প্রতিষেধক ওষুধ সাইরামজা দেশে বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফলে শিগগিরই দেশে পাওয়া যাবে ক্যান্সার প্রতিষেধক ওষুধটি। 

আজ শুক্রবার (৮ অক্টোবর) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মরণব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধটি লঞ্চ করেন এলি লিলি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এ সময় ক্যান্সার চিকিৎসায় দেশের প্রতিথযশা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুকা ভিসিনি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে তাদের এলায়েন্স সম্পর্কে ধারণা দেন এবং স্বাগত বক্তব্য দেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাক্সকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) ভূপাতি কুমার রায়।

সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত সাইরামজা পাকস্থলী, ফুসফুস, যকৃত এবং বৃহদান্ত্র ক্যান্সার ছাড়াও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্স লেভেলের ক্যান্সারের সংক্রমণ প্রতিরোধে কার্যকর।

দেশের চিকিৎসকরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সাইরামজার আর্বিভাবকে আশার আলো হিসেবে উল্লেখ করেছেন। এ সময় অনকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই ক্যান্সারের আগ্রাসী সংক্রমণের ক্ষেত্রে সাইরামজা ইনজেকশনের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি বলেন, বহু মানুষের ক্যান্সার চিকিৎসায় এ ওষুধ ব্যবহারে যথাযথ ফলাফল মিলেছে। বাংলাদেশে মেটাস্ট্যাটিক ফুসফুস ক্যানসারের (নন-স্মল সেল) প্রথম পর্যায়ের চিকিৎসা এবং পাকস্থলী ক্যান্সারে আক্রান্তদের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসায় সাইরামজা কার্যকরি অবদান রাখবে।

এ সময় হেলথকেয়ার ফার্মাসিটিউক্যালসের লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হালিমুজ্জামান জানান, নিয়মিত গবেষণায় ডায়বেটিস ও ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে উন্নত সমাধান নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসার খরচ কমাতে স্থানীয়ভাবে সাইরামজার বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের কাছে ক্যান্সার চিকিৎসার উন্নয়নের কথা তুলে ধরতেই আজকের এ আয়োজন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত