২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৩৯ পিএম

দেশে করোনার টিকা নিলেন প্রায় চার কোটি মানুষ 

দেশে করোনার টিকা নিলেন প্রায় চার কোটি মানুষ 
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ জন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন ৬ লাখ ১৯ হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৬২ হাজার ৭১৮ জন। প্রথম ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৯৯৮ জন ও নারী ১ লাখ ৬৯ হাজার ৯৫৭ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৭৭ জন ও নারী ১ লাখ ২৪ হাজার ১৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৪৮৫জন ও পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ৫ হাজার ৯৪৯ জন নিবন্ধন করেছেন।

চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে, শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

এদিকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্রুততম সময়ে আরও এক কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক