২৬ জুলাই, ২০২১ ০৩:২৭ পিএম

করোনা সংক্রমণ রোধে উচ্চপর্যায়ের বৈঠক কাল

করোনা সংক্রমণ রোধে উচ্চপর্যায়ের বৈঠক কাল

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ রোধে পরবর্তী করণীয় ঠিক করতে আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উচ্চপর্যায়ের বৈঠকে বসবে সরকার।

জানা গেছে, চলমান লকডাউনে বিধিনিষেধ মানছেন না অনেকে। ঢাকার বিভিন্ন স্থানে প্রাইভেট কার ও রিক্সার চাপ বাড়ছে। এই অবস্থায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে অংশ নিতে এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে বিধিনিষেধ ও টিকা নিয়ে আলোচনা হবে বলে কার্যসূচির বর্ণনায় জানা গেছে।

করোনা রোধে এরই মাঝে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (২৪ জুলাই) এক অনুষ্ঠানে জানান, আগামী বছরের শুরুতেই ক্রয় করা ও বিভিন্ন দেশের প্রতিশ্রুত ২১ কোটি ভ্যাকসিন দেশে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকার ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ও টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সুরক্ষা অ্যাপে তারা যেন নিবন্ধন করতে পারেন এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ১৪ কোটি টিকা ডোজ কিনতে যাচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারি অভিযানের অংশ হিসেবে আগামী বছরের মধ্যে দেশের ১৭ কোটি জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দেয়ার সময়সীমা নির্ধারণ করেছে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক