০৭ জুলাই, ২০২১ ০৯:২৬ এএম

রামেকে একদিনে আরও ২০ জনের প্রাণহানি

রামেকে একদিনে আরও ২০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন এবং করোনা উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার সাতজন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইজন, পাবনার চারজন, নাটোর জেলার দুইজন, কুষ্টিয়া জেলার একজন, নওগাঁ জেলার তিনজন, মেহেরপুরের একজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২০৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৭০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক