৩০ জুন, ২০২১ ১২:৫১ পিএম

যৌক্তিক কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার: ডিএমপি

যৌক্তিক কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার: ডিএমপি
প্রতীকি ছবি।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই এমন নির্দেশনা দেয় ডিএমপি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এবারের কঠোর লকডাউনে কোনও ধরনের ব্যক্তিগত গাড়ি বা মোটরযান নিয়ে বের হতে পারবেন না।’

এদিকে করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই ২০২১ সকাল থেকে ৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধি-নিষেধ আরোপ করা হলো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক