২৪ মে, ২০২১ ১১:১৩ এএম

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ হাজারের ওপরে

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ হাজারের ওপরে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এ মহামারিতে মৃত্যু সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। দেশটি এ পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৭২০ জন মারা গেছেন। সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত কমলেও মৃত্যু আবার চার হাজারের ওপরে উঠে গেছে। 

আজ সোমবার (২৪ মে) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় এক দিনে মারা গেছেন আরও চার হাজার ৪৫৫ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের।

ভারতে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোববার দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লাখ ২২ হাজারে। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরেই ছিল।

স্থানীয় গণমাধ্যম বলছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃত পক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও