১১ এপ্রিল, ২০২১ ১০:৪৭ এএম

চলে গেলেন ডা. বজলুর রহমান

চলে গেলেন ডা. বজলুর রহমান
ডা. বজলুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বজলুর রহমান। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

আজ রোববার (১১ এপ্রিল) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সাবেক সহকর্মী ও  শেরপুর জেলা হাসপাতালের অ্যানেস্থিসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. নিলাদ্রী হোড়।

তিনি বলেন, ‘২০১৯ সালে কলোরেক্টাল কার্সিনোমা ডায়াগনসিসে আক্রান্ত হন ডা. বজলুর রহমান। পরবর্তী ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে করোনা পরিস্থিতির মধ্যে তাঁকে বাসা চিকিৎসা দেওয়া হয়। অবশেষে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।’

ডা. বজলুর রহমান ছিলেন রংপুর মেডিকেল কলেজ ২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিলেন বিসিএস ২৫তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, পরিবার-পরিজন ও বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. বজলুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক