করোনায় আক্রান্ত ফ্রান্সের শ্রমমন্ত্রী

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ ব্যোর্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
এলিজাবেথ ব্যোর্ন তাঁর টুইট বার্তায় বলেন, কিছু উপসর্গ রয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। করোনায় সংক্রমিত হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ৫৯ বছর বয়সী এই মন্ত্রী।
এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্র্যাঞ্চ রাইস্টার করোনায় সংক্রমিত হন।
এদিকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকার পর সম্প্রতি ফ্রান্সে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তবে দেশটিতে নতুন করে লকডাউন দেয়নি। কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাস সারাবিশ্বের মতো ফ্রান্সেও ব্যাপক আকারে ছড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ৩১ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৯০ হাজারের অধিক মানুষ।
চিকিৎসকদের ৫ দফায় সমর্থন
‘এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবির ব্যবহার নয়’
সিওমেক কর্তৃপক্ষের নির্দেশনা
‘চেহারা শনাক্তে পরীক্ষা বোর্ডের সামনে ছাত্রীদের মুখ খোলা যাবে না’
