ভারতে গণহারে ভ্যাকসিন বিতরণ শুরু

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন গণহারে বিতরণ কর্মসূচি শুরু করেছে ভারত। এ কর্মসূচি উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এটি বিশ্বের সবচেয়ে বড় গণহারে ভ্যাকসিন বিতরণ কর্মসূচীর অন্যতম। ভারতের সব রাজ্যে শুরু হয়েছে এ ভ্যাকসিন বিতরণ কর্মসূচি। এ লক্ষ্যে সকালে দেশটির ৩ হাজার ৬টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়। এর আওতায় স্বাস্থ্যকর্মীসহ প্রথমেই ৩ কোটি সম্মুখসারির কর্মীকে ভ্যাকসিন দেয়া হবে।
কয়েকদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভ্যাকসিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে দুইটি কোম্পানির ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এগুলো হচ্ছে সেরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ভ্যাকসিন।
দেশটিতে করোনার তথ্য সেবা দিতে খোলা হয়েছে ২৪ ঘণ্টা কল সেন্টার। ১০৭৫ নম্বরে কল করলেই করোনার ভ্যাকসিন বিষয়ে তথ্য জানতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক।