০৪ জানুয়ারী, ২০২১ ০১:০৪ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত

করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: কয়েক মাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রোববার (৩ জানুয়ারি) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি)  এক টেলিফোন সাক্ষাৎকারেসেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব দেশ তাদের টিকা নিতে আগ্রহী, তাদের কাছে রপ্তানি করার আগে দুইমাস ভারতের তাৎক্ষণিকভাবে যে পরিমাণ টিকার প্রয়োজন তা উৎপাদনে মনোনিবেশ করতে চায় তারা।

প্রসঙ্গত, অক্সেফোর্ডের তৈরি কোভিডশিল্ড টিকার তিন কোটি ডোজ পাওয়ার জন্য ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। সেখানে প্রথম ধাপে প্রায় ৫০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা সেরামের।

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে কোভ্যাক্সের ২০ কোটি থেকে ৩০ কোটি ডোজ টিকা বাংলাদেশকে দেয়ার পরিকল্পনাও করেছিল প্রতিষ্ঠানটি। তবে, ভারত সরকারের হঠাৎ এই নিষেধাজ্ঞায় সেটি হয়তো আরও কয়েক মাস বিলম্বিত করবে।​​​​​​​

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও