২৯ অগাস্ট, ২০২০ ০৪:২৭ পিএম

সলিমুল্লাহ মেডিকেল থেকে পলাতক কয়েদি বাবুবাজারে গ্রেপ্তার

সলিমুল্লাহ মেডিকেল থেকে পলাতক কয়েদি বাবুবাজারে গ্রেপ্তার

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে পলাতক কয়েদি মিন্টু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পুরাতন ঢাকার বাবুবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

এর পর তাঁকে আবারও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম।

এর আগে ভোররাত সাড়ে ৪টার দিকে সলিমুল্লাহ মেডিকেল থেকে পালিয়ে যান মিন্টু। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি।

চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল থেকে মিন্টুর পালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহবুবুল ইসলাম বলেন, তার সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজন কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে গত ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আবু বক্কর ছিদ্দিক। তিনি কারাগারের ভেতরে বসে মই তৈরি করে সেটি বেয়ে প্রধান ফটক পার হয়ে কারাগার থেকে পালিয়ে যান। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক