১৫ অগাস্ট, ২০২০ ০৪:৫৪ পিএম

একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪৪

একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪৪

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬২৫ জনে। এ সময় আরও দুই হাজার ৬৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আজ শনিবার (১৫ আগস্ট) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায়  ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ মোট ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় দুই হাজার ৬৪৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এতে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। 

এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬২৫ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১২ জন জনসহ মোট এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২২ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, খুলনা বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১১ লাখের অধিক। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত লাখ ৬৫ হাজারের অধিক। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ৩৩ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর গত ১৯ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে দেশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ
নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক