০৩ জুলাই, ২০২৫ ০৪:৩৬ পিএম
না ফেরার দেশে রমেক শিক্ষার্থী রিমন রেজা

ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের (রমেক) ৫ম বর্ষের শিক্ষার্থী রিমন রেজা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ এক মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার মৃত্যুতে এক উদীয়মান ও মেধাবী শিক্ষার্থীকে হারালো রমেক।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিশ্রুতিশীল তরুণ।
সহপাঠীরা জানান, রিমন ছিলেন রমেকের পরিচিত মুখ। মেধা, বিনয় ও বন্ধুবৎসল আচরণে সবার প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে সহপাঠী, সিনিয়র-জুনিয়র, শিক্ষকমহল—সবার মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া।
রমেকের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, রিমনের মতো প্রাণবন্ত ও অধ্যাবসায়ী একজন বন্ধুর চলে যাওয়া শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো ব্যাচের জন্য অপূরণীয় ক্ষতি।
এসআইএস/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়
এই বিভাগের সর্বাধিক পঠিত