০১ জুলাই, ২০২৫ ১১:৫৩ এএম

৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম সলিমুল্লাহ মেডিকেলের ডা. সিফাত

৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম সলিমুল্লাহ মেডিকেলের ডা. সিফাত
ডা. সিফাত মেফতাহুল জান্নাত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. সিফাত মেফতাহুল জান্নাত।

তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স (আইএনএমএএস) বিভাগে কর্মরত আছেন।

ডা. সিফাত মেফতাহুল জান্নাত ২০২১ সালে সলিমুল্লাহ মেডিকেল থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

তিনি রংপুর স্কুল অ্যান্ড ক্যাডেট কলেজ থেকে ২০১৩ সালে এসএসসি এবং ২০১৫ সালে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষাতেই জিপিএ ৫ নিয়ে দিনাজপুর বোর্ডে প্রথম স্থান অধিকার করেন।

সাফল্যের এই ধারাবাহিকতা ছিল মেডিকেল কলেজের ফলাফলেও। সেখানে প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সিফাত। পরের পরীক্ষাগুলোতেও মেধার স্বাক্ষর রাখেন তিনি।

এর আগে ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানায়, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। তবে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাঁদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।

২০২৪ সালের এপ্রিলে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে তিন হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট-পরিবর্তনের পর ‘ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি।

পরে চলতি বছর তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৬৯০ জন চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ পেলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত