০৭ জুন, ২০২৪ ০৫:০০ পিএম

‘দুই-একটা পরীক্ষায় খারাপ করা মানে সব শেষ নয়’

‘দুই-একটা পরীক্ষায় খারাপ করা মানে সব শেষ নয়’
অধ্যাপক ডা. শিখা গাঙ্গুলী

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিখা গাঙ্গুলী বলেছেন, ‘মেডিকেল কলেজে প্রতিদিনই পরীক্ষা থাকে। একটা, দুই বা তিনটা পরীক্ষায় ফেল করলে সব কিছু শেষ হয়ে যায় না। সব পরীক্ষায় পাস করতেও হবে না। কিন্তু লেগে থাকতে হবে। দিনশেষে সাফল্য আসবে।’

বুধবার (৫ জুন) ঢাকা মেডিকেলের কে-৮১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. শিখা গাঙ্গুলী বলেন, ‘একটা পরীক্ষায় ফেল মানে সবকিছু শেষ নয়। কোনো কিছুতে চাপবোধ করলে বন্ধুদের সঙ্গে সেয়ার (আলোচনা) কর বা শিক্ষকদের সঙ্গে আলোচনা কর। কিন্তু হতাশ হবে না। ঝরে পড়ার বিষয়টা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। তোমার পরিবারের জন্যেও। সেভাবেই চলাফেরা করবে। সামনে ভালো কিছু হবে। লেগে থাকবে, সবাই পাস করে। তোমরাও করবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা বিভিন্নভাবে শুনতে পাবে, তোমরা সেরাদের সেরা। এই কথাটা যেন, তোমাদের মধ্যে নেতিবাচক প্রভাব না ফেলে। তোমরা যেন অহংকারী না হয়ে ওঠো। যেখানে অহংকারীর শুরু, সেখানে সৃষ্টি শেষ। এ বিষয়টা মনে রাখবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত