‘দুই-একটা পরীক্ষায় খারাপ করা মানে সব শেষ নয়’
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিখা গাঙ্গুলী বলেছেন, ‘মেডিকেল কলেজে প্রতিদিনই পরীক্ষা থাকে। একটা, দুই বা তিনটা পরীক্ষায় ফেল করলে সব কিছু শেষ হয়ে যায় না। সব পরীক্ষায় পাস করতেও হবে না। কিন্তু লেগে থাকতে হবে। দিনশেষে সাফল্য আসবে।’
বুধবার (৫ জুন) ঢাকা মেডিকেলের কে-৮১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. শিখা গাঙ্গুলী বলেন, ‘একটা পরীক্ষায় ফেল মানে সবকিছু শেষ নয়। কোনো কিছুতে চাপবোধ করলে বন্ধুদের সঙ্গে সেয়ার (আলোচনা) কর বা শিক্ষকদের সঙ্গে আলোচনা কর। কিন্তু হতাশ হবে না। ঝরে পড়ার বিষয়টা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। তোমার পরিবারের জন্যেও। সেভাবেই চলাফেরা করবে। সামনে ভালো কিছু হবে। লেগে থাকবে, সবাই পাস করে। তোমরাও করবে।’
তিনি আরও বলেন, ‘তোমরা বিভিন্নভাবে শুনতে পাবে, তোমরা সেরাদের সেরা। এই কথাটা যেন, তোমাদের মধ্যে নেতিবাচক প্রভাব না ফেলে। তোমরা যেন অহংকারী না হয়ে ওঠো। যেখানে অহংকারীর শুরু, সেখানে সৃষ্টি শেষ। এ বিষয়টা মনে রাখবে।’
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১০ অগাস্ট, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৫ জুন, ২০২৪
-
০৫ জুন, ২০২৪