০৩ জুন, ২০২৪ ০৯:৫৮ পিএম

তীব্র তাপপ্রবাহ: ভারতে ৩ দিনে অর্ধশতাধিক মৃত্যু

তীব্র তাপপ্রবাহ: ভারতে ৩ দিনে অর্ধশতাধিক মৃত্যু
তীব্র তাপদাহে পুড়ছে ভারতের বিভিন্ন প্রদেশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তীব্র তাপদাহে পুড়ছে ভারতের বিভিন্ন প্রদেশ। গত তিনদিনেই অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তর প্রদেশে এক সপ্তাহে মৃত্যু হয়েছে প্রায় ৩৩ জনের। ওড়িশা প্রদেশে মারা গেছেন প্রায় ২০ জন।

মৃতদের মধ্যে রয়েছে দেশটির শেষ ধাপের ভোটে দায়িত্বপালনকারী কর্মকর্তা, নিরাপত্তারক্ষী ও স্যানিটেশন কর্মীসহ সাধারণ নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। সোমবার (৩ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত অন্তত ৫৬ জনের হিটস্ট্রোকে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর এ সময়ে প্রায় ২৪ হাজার ৮৪৯টি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। যদিও, রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া গণমাধ্যমকে বলেছেন, মৃত নির্বাচনী কর্মীদের পরিবারকে ১৫ লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

অন্যদিকে, ওড়িশা জেলা কর্তৃপক্ষ গত ৩ দিনে ৯৯ জনের সন্দেহভাজন হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন। তবে এরমধ্যে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার। এ ছাড়া বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যেও তীব্র তাপপ্রবাহে সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতি পাঁচ বছর পর এপ্রিল এবং মে মাসে ভারতে তার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর রেকর্ড তাপমাত্রায় দেশটির ভোটগ্রহণ প্রক্রিয়া তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভারত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও