২১ মে, ২০২৪ ১২:২৯ পিএম

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে ৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে ৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপকসহ তিন ক্যাটাগরিতে ৬ শূন্য পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুনের মধ্যে চট্টগ্রাম সেনানিবাসস্থ প্রতিষ্ঠানটির নিয়োগ কমিটির সভাপতি বরাবর আবেদন পাঠাতে হবে।

আজ মঙ্গলবার (২১ মে) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম।

পদের নাম: সহকারী অধ্যাপক।
বিভাগ: ফরেনসিক মেডিসিন।
পদ সংখ্যা: ১টি।
বয়স: অনূর্ধ্ব ৫২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: প্রভাষক।
বিভাগ: অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি।
পদ সংখ্যা: ১টি করে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
যোগ্যতা: বিএমডিসি নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: সহকারী রেজিস্ট্রার।
বিভাগ: সার্জারি এবং মেডিসিন।
পদ সংখ্যা: ১টি করে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
যোগ্যতা: বিএমডিসি নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: বেতন-ভাতা আর্মি মেডিকেল কলেজসমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি: বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য নির্ধারিত আবেদন পত্র কলেজ ওয়েবসাইটের Career Option হতে সংগ্রহ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। বিস্তারিত ওয়েবসাইটে উল্লেখ করা আছে।

এ ছাড়া আগ্রহী প্রার্থীদের নিয়োগ কমিটির সভাপতি বরাবর দরখাস্তসহ সত্যায়িত সকল কাগজপত্রাদি (সকল কাগজপত্রের ৩ সেট) অফিস চলাকালীন ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে এ-৪ খামে পাঠাতে হবে। উল্লেখিত পদের জন্য এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, জেনারেল ফান্ড’ এর অনুকূলে আবেদনপত্রের সাথে অবশ্যই সংযোজন করতে হবে। একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়।

লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি মোবাইলের মাধ্যমে জানানো হবে।

আবেদনের সময়সীমা: ১০ জুন পর্যন্ত।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত