ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি

মেডিভয়েসি রিপোর্ট: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩ লাখ ১ হাজার ২৫৫ জন। এদের মধ্যে ঢাকার চেয়ে ঢাকার বাইরে প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন ঢাকায় এবং ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন ঢাকার বাইরে। আর রোববার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগীর মাত্র ২৪৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ১ হাজার ৪৪ জনই আর ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক (১২ থেকে ১৮ নভেম্বর) ডেঙ্গু হেলথ বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ৯ হাজার ৮৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম। তবে আগের সপ্তাহে ৭৩ জনের মৃত্যু হলেও এই সপ্তাহে তা বেড়ে ৭৭ জন হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা দুজন, ঢাকার বাইরের চারজন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।
টিআই