১৮ নভেম্বর, ২০২৩ ০৫:০৩ পিএম

গাজায় চিকিৎসা সেবা চালাতে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সৌদি আরব

গাজায় চিকিৎসা সেবা চালাতে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সৌদি আরব
ছবি সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: চিকিৎসা সেবা চালাতে সৌদি আরবের বাদশা সালমানের মানবিক সহায়তাকারী সেন্টার কেএসরিলিফের পক্ষ থেকে গাজায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

অ্যাম্বুলেন্সবাহী বিমান শুক্রবার (১৭ নভেম্বর) মিশরের বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকেই রাফাহ সীমান্ত হয়ে এগুলো গাজায় প্রবেশ করবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, কেএসরিলিফ ক্যাম্পেইন চালিয়ে ১৩ কোটি ৩ লাখ ডলার সংগ্রহ করে। এই ক্যাম্পেইনে প্রায় ৮ লাখ ডোনার ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা প্রদান করে।

এসপিএ আরও জানায়, ফিলিস্তিনিদের জন্য যে সহযোগিতা পাওয়া গেছে, তার পুরো অর্থই তাদের পেছনে ব্যয় করা হবে। কারণ সেখানে ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার কারণে ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং চরম মানবিক সংকট দেখা দিয়েছে। সূত্র: আল আরাবিয়া

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও