০৮ অক্টোবর, ২০২৩ ০২:০৪ পিএম

জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল চিকিৎসকের

জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল চিকিৎসকের
ডা. মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জামালপুর সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডা. মো. হাফিজুর রহমান (৩৮) ট্রাক চাপায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

আজ রোববার ( ৮ অক্টোবর) সকাল ১০টায় নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ডা. হাফিজুর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে এগারো মাস আগে নিয়োগ পান তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. হাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডা. হাফিজুর রহমান জামালপুর শহরের ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল নান্দিনা উপস্বাস্থা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। এসময় জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হন ডা. হাফিজুর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস মেডিভয়েসকে জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাফিজুরের লাশের পোস্টমর্টেম করা হয়নি। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

তিনি আরও বলেন, ‘মেধাবী একজন মেডিকেল অফিসারের অকাল মৃত্যুতে জেলার স্বাস্থ্যবিভাগে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সহকর্মীর আত্মার শান্তি কামনা করেন তিনি।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক