১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩২ এএম
ভর্তির আবেদন ১৭-২৯ সেপ্টেম্বর

বেসরকারি ডেন্টাল কলেজের শূন্য আসনের তালিকা প্রকাশ

বেসরকারি ডেন্টাল কলেজের শূন্য আসনের তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে। আবেদন যাচাই-বাছাই শেষে ১৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

  ঘটনা প্রবাহ : ডেন্টাল ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত