১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৮ এএম

লিবিয়ায় ভয়াবহ বন্যা: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০

লিবিয়ায় ভয়াবহ বন্যা: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০
ছবি: এপি

মেডিভয়েস রিপোর্ট: লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১১ হাজার ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ দুর্যোগে দেশটির অন্যান্য অঞ্চলে মৃত্যুবরণ করেছেন আরও ১৭০ জন।

লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করেছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বন্যা পরবর্তীতে আরও দশ হাজার ১০০ জন নিখোঁজ রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এর আগে মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ বলেছিল। ঝড় ও বন্যায় দেশের অন্যত্রে প্রায় ১৭০ জন মৃত্যুবরণ করেছেন।

এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে সুনামির মতো ব্যাপক বন্যার পরে নিখোঁজদের অনুসন্ধানেও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত রোববার অস্বাভাবিক শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়াজুড়ে বিস্তৃত এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করে, তবে ওই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেরনা শহরটি। রোববার রাতে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানে তখন বাসিন্দারা শহরের বাইরের দুটি বাঁধ ভেঙে পড়ার বিকট বিস্ফোরণের শব্দও শুনতে পেয়েছিলেন।

আর এরপরই বন্যার পানি সুনামির মতো শহরে প্রবেশ করে এবং বহু ভবন বিধ্বস্ত করাসহ হাজার হাজার মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।

এএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও