২১ মে, ২০২৩ ০৯:০৪ পিএম

দক্ষতার সঙ্গে সেবা প্রদানকারী নার্সদের পুরস্কারের ঘোষণা বিএসএমএমইউ ভিসির

দক্ষতার সঙ্গে সেবা প্রদানকারী নার্সদের পুরস্কারের ঘোষণা বিএসএমএমইউ ভিসির
এ সময়, নার্সদের আবাসন সমস্যা দূর করা ও পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা, যে সকল নার্সরা দক্ষতার সাথে রোগীদের সেবা দান করবেন তাঁদের পুরষ্কার দেয়ার কথা ঘোষণা দেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের নার্সদের ফিলিপাইন, কেরালার মতো হতে হবে। আজ রোববার (২১ মে) বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের নার্সদের জন্য স্বতন্ত্র ড্রেসের ব্যবস্থা করা হবে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা বিশ্ব মানবতার প্রতীক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শকে ধারণ করতে হবে। রোগীর সাথে হাসি মুখে কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ওষুধ খাইয়ে দিতে হবে, রোগীর পালস, শরীরের তাপমাত্রা ঠিক আছে কি-না, তা প্রতিদিন পরীক্ষা করতে হবে। এ রকম কিছু বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই এই বিশ্ববিদ্যালয়ের নার্সদের সুনাম বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’

এ সময় নার্সদের আবাসন সমস্যা দূর করা ও পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা, যে সকল নার্সরা দক্ষতার সাথে রোগীদের সেবা দান করবেন তাঁদের পুরস্কার দেয়ার কথা ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সেবা তত্ত্বাবধায়ক খালেদা আক্তারের সভাপতিত্বে ও নার্সেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক দেলোয়ারা বেগম, নার্সেস এ্যাসোসিয়েশনের সভাপতি নওরিন আক্তার প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত